ঢাকা, সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, রাত ২:৫৫
বাংলা বাংলা English English

ঈদ আনন্দে মেতেছে ইউরোপের ক্লাবগুলো


রোববার (০১ মে) বাংলাদেশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায় নি। তবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গতকাল (০১ মে) চাঁদ দেখা যাওয়ায় সোমবার (০২ মে) ঈদ উদযাপন করছে তারা। মধ্যপ্রাচ্যের সঙ্গে মিলিয়ে ইউরোপেও ঈদ উদযাপন করছে মানুষ। সঙ্গে ইউরোপের ক্লাবগুলোও মেতেছে ঈদের আনন্দে।

ইউরোপের জনপ্রিয় ক্লাবগুলোর একটা বড় অংশ সামর্থ্য করে মুসলমান সমর্থকরা। তাদের কথা চিন্তা করেই সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানায় ক্লাবগুলো। বড় ক্লাবগুলোর মধ্যে সবার আগে শুভেচ্ছা জানিয়েছে স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা একটি পোস্ট করে শুভেচ্ছা জানায়। সেই পোস্টে ক্লাবটি লেখে, ‘ভ্যালেন্সিয়ার যেসব সমর্থক আজ ঈদুল ফিতর উদ্‌যাপন করছেন, তাঁদের ঈদ মোবারক।’

 

এরপরই বিশ্বে সবচেয়ে জনপ্রিয় ক্লাবগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড শুভেচ্ছা জানায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা লেখে, ‘যাঁরা ঈদ উদ্‌যাপন করছেন, সবাইকে শুভকামনা।’ জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডও ঈদের শুভেচ্ছা জানিয়েছে। তারা লেখে, ‘বরুসিয়া ডর্টমুন্ডের পক্ষ থেকে সবার পরিবার ও বন্ধুদের আনন্দময় ঈদ মোবারক।’

এরপর একে একে লিভারপুল, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি, আর্সেনালসহ প্রায় সব জনপ্রিয় ক্লাবই ঈদের শুভেচ্ছা জানিয়েছে তাদের সমর্থকদের। এদিকে শুধু ক্লাবই নয়, ক্লাবের খেলোয়াড় ও মালিকরাও ঈদের শুভেচ্ছা জানাতে ভোলেনি।

বর্তমানে তুর্কিস ক্লাবে খেলা জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওজিল লেখেন, ‘আমার সকল মুসলিম ভাই ও বোনদের ঈদের শুভেচ্ছা।’

নিউক্যাসেল ইউনাইটেডের সৌদি মালিক ঈদের শুভেচ্ছা বার্তা জানিয়ে লিখেছেন, ‘বিশ্বজুড়ে ঈদ উদ্‌যাপন করা আমাদের সমর্থকদের ঈদ আনন্দে কাটুক! ঈদ মোবারক।’ এ ছাড়া ঈদের শুভেচ্ছা জানিয়েছে জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট। সেভিয়া ও বার্নলিও ছড়িয়েছে ঈদের খুশি। আর বার্সেলোনা কোচ জাভির মুখেও শোনা গেছে ঈদের শুভেচ্ছা।

 

এদিকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে ইতালির প্রায় সকল ক্লাবগুলো। রোনালদোর সাবেক ক্লাব য়্যুভেন্তাস, এসি মিলান, নাপোলি সব ক্লাবই ঈদের শুভেচ্ছা জানায়।

 

সব খবর