ঢাকা, রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, রাত ৮:৩৩
বাংলা বাংলা English English

দেশের প্রতি সবার সমান অধিকার: চিফ হুইপ


জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী এমপি বলেছেন, এ দেশ আমাদের সবার। দেশে যে যেই ধর্মের মানুষ থাকুক, দেশের প্রতি সবার সমান অধিকার রয়েছে।

বৃহস্পতিবার (০৫ মে) দুপুরে মাদারীপুরের শিবচরে শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর মন্দিরের ভেতর ‘নাট মন্দির’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, সবার মানুষিকতার পরিবর্তন ঘটাতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও ধর্মীয়ভাবে সব অনুষ্ঠানের মধ্যে দিয়ে দুইহাত এক করে নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একসঙ্গে দেশের জন্য কাজ করলেই খুব সহজেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক মুনির চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, শিবচর উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন খান প্রমুখ।

সব খবর