ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি, দুপুর ১২:১৯
বাংলা বাংলা English English

শেখ হাসিনা দেশের দু:স্থদের স্বাবলম্বী করতে কাজ করছেন’


মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, ‘শেখ হাসিনা শাসন আমলে দেশের কোন দু:স্থ ও অসহায় মানুষ না খেয়ে থাকে না। তিনি সব সময় তাদের ভাগ্যের উন্নয়নে ও স্বাবলম্বী করতে কাজ করে যাচ্ছেন। তাইতো তাদের উন্নত মানের খাবার প্রদান করছেন’। শনিবার (০৭ মে) উপজেলার বিভিন্ন ইউনিয়নের দু:স্থ ও অসহায় পরিবারকে প্রধান মন্ত্রীর দেয়া উন্নত মানের শুকনা খাবার প্রদানের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য কালে তিনি এ কথা বলেন। ওই দিন সকালে উপজেলার টেকনিক্যাল স্কুল এ- কলেজের মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ আল সাদীদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. শাহ আলম ফরাজী, জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গৌতম নারায়ন চৌধুরী প্রমুখ। এ সময় উপজেলার ৯টি ইউনিয়নের ১৬০ জন দু:স্থকে ওই শুকনা খাবার ও চাল প্রদান করা হয়। পরে মন্ত্রী ওই দিন উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের নতুন রাস্তা ও মাটিভাঙ্গা ইউনিয়নের বৈবুনিয়া এলাকার আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীদের শুকনো খাবার ও বস্ত্র প্রদান করেন।

সব খবর