ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি, বিকাল ৩:৫৫
বাংলা বাংলা English English

হিলিতে আমদানি-রফতানি বাণিজ্য ফের শুরু


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে হিলি স্থলবন্দর ৬ দিন বন্ধের পর শনিবার (৭ মে) থেকে পুনরায় আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে। এতে বন্দরে কর্মচাঞ্চল্য ফিরেছে। দূর-দূরান্ত থেকে পাইকারপত্র আসতে শুরু করেছে।

শনিবার (০৭ মে) সকালে বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশের মধ্য দিয়ে আমদানি রফতানি কার্যক্রম শুরু হয়।

এবিষয়ে হিলি সি অ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে হিলি স্থলবন্দর ৬ দিন বন্ধ ছিল। শনিবার সকাল থেকে বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশের মধ্য দিয়ে আমদানি রফতানি কার্যক্রম শুরু হয়।

হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান, হিলি স্থলবন্দরে ৬ দিন বন্ধের পর আবারও আমদানি রফতানি বাণিজ্য শুরু হয়েছে। সেই সঙ্গে বন্দর অভ্যন্তরে পণ্য লোড আনলোডসহ সব প্রকার কার্যক্রম শুরু হয়েছে।

বিভিন্ন জেলা থেকে পাইকারপত্র আসা শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, এতে বন্দরে কর্মচাঞ্চল্যতা ফিরেছে।

 

তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট অফিসার ইনচার্জ বদিউজ্জামান জানান, হিলি স্থলবন্দর দিয়ে ৬ দিন আমদানি-রফতানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক ছিল। কারণ ইমিগ্রেশন চেকপোস্টগুলো সরকারি ছুটির আওতাভুক্ত থাকে না।

 

সব খবর