ময়মনসিংহ নগরীর কোথাও সয়াবিন তেলের উপস্থিতি নেই। সয়াবিন তেলের চালান নিয়ে অনিশ্চয়তায় রয়েছে ময়মনসিংহের খুচরা ও পাইকারি বিক্রেতারা।
ভোজ্য তেলের অনুপস্থিতির কারণ ও তেলের কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে কিনা এ বিষয়ে জানতে রোববার (৮ মে) ময়মনসিংহ নগরীতে মনিটরিংয়ে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের টিম।
এ সময় বিভিন্ন পাইকারি ও খুচরা দোকানে গিয়ে কোথাও সয়াবিন তেলের সন্ধান পায়নি ভোক্তা অধিকারের টিম। ডিলারদের বিভিন্ন গুদামে গিয়েও একই চিত্র দেখা মেলে। সয়াবিনের চালান কবে আসবে সে বিষয়ে কোনো আশ্বাস দিতে পারেনি ডিলাররা। তাদের অভিযোগ, মিল মালিকরা তাদের তেল সরবরাহ করা বন্ধ রেখেছে।
তবে, ময়মনসিংহের ভোক্তা অধিকারের সহকারী পরিচালক নিশাত মেহের সময় সংবাদকে জানান, সারা দেশেই একযোগে ভোক্তা অধিকারের অভিযান চালানো হয়েছে। তেলের কারসাজি বের করতে সব ধরনের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হবে।
তবে, মিল মালিকদের সঙ্গে মন্ত্রীর মিটিংয়ের পরই তেল সরবরাহের বিষয়ে সঠিক সিদ্ধান্ত জানা যাবে বলে জানান তিনি।