বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক ( জেনারেল) পদে নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের চূড়ান্ত ফল প্রকাশ
বৃহস্পতিবার (১২ মে) বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. গোলাম মোস্তফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক’ পদে নিয়োগের উদ্দেশ্যে গৃহীত লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ১৮৮ জন প্রার্থীকে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়েছে৷
এতে বলা হয়, নির্বাচিত প্রার্থীদের চরিত্র ও প্রাক-পরিচয় সম্পর্কিত বাংলাদেশ পুলিশের সন্তোষজনক পুলিশ ভেরিফিকেশন প্রাপ্তি ও প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য দলিলাদি যাচাই সাপেক্ষে নিয়োগ সংক্রান্ত পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।
ফলাফল দেখতে ক্লিক করুন।