কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার অন্তর্গত বেরুবাড়ী ইউনিয়নে গাছের ডালে ঝুলছিল শফিকুল ইসলাম (৫৩) এর লাশ। গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে তার মৃত্যু হয়েছে।
১২ মে বৃহস্পতিবার সাড়ে এগারোটার দিকে উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের মউয়ামারী মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছে, মৃত শফিকুল ইসলাম(৫৩) ইউক্লিপটাস গাছের ডাল কাটার জন্য গাছে ওঠেন। বিদ্যুতের মেইন লাইনের তার গাছের সঙ্গে লেগে বিদ্যুতায়িত হলে তিনি গাছেই মৃত্যু বরণ করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সোলায়মান আলী জানান, গাছের ডাল কাটতে গেলে সেখানে বিদ্যুতায়িত হন শফিকুল ইসলাম। পুলিশ এসেছিল, লাশ দাফনের ব্যবস্থা হয়েছে।
এ ব্যাপারে নাগেশ্বরী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীউল হাসান জানান, কোন অভিযোগ না থাকায় মৃতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।