ময়মনসিংহের ভালুকার সবচেয়ে বড় অনলাইন কমিউনিটি গ্রæপ ভালুকা হেল্পলাইন ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যাক্তিকে সম্মাননা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব- করেন ভালুকা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জনাব- সাইদুর রহমান খান,
সঞ্চালনা করেন – আসাদুজ্জামান সুমন, পরিচালক ভালুকা হেল্পলাইন,
প্রধান অতিথি- আলহাজ্ব আবুল কালাম আজাদ, চেয়ারম্যান ভালুকা উপজেলা পরিষদ,
বিশেষ অতিথি – ভালুকা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব- কামরুজ্জামান জামান তুহিন,
বিশেষ অতিথি- জনাব- কামরুল হাসান পাঠান কামাল, সভাপতি ভালুকা প্রেসক্লাব,
বিশেষ অতিথি – মোস্তাফিজুর রহমান মামুন, ব্যবস্থাপনা পরিচালক গ্রিন অরণ্য পার্ক,
বিশেষ অতিথি- জনাব- শফিকুল ইসলাম খান, শিক্ষক, লেখক ও সমাজকর্মী,
বিশেষ অতিথি – এ. আর.এম.শামছুর রহমান লিটন, এ্যাপোলো কলেজের অধ্যক্ষ,
বিশেষ অতিথি – জনাবা- আনোয়ারা নীনা,প্রধান শিক্ষক হালিমুন্নেছা চৌধুরানী বালিকা উচ্চ বিদ্যালয়,সহ প্রমুখ।
এ-সময় প্রধান অতিথি বলেন ভালুকা হেল্পলাইন জনসার্থ মূলক কাজ করে বিশেষ করে করোনা কালে তাদের অবদান অবিস্মরণীয় তিনি আরও বলেন তিনি ভালুকা হেল্পলাইনের পাশে ছিলেন এবং আছে।
প্রতি কুল আবহাওয়ার মাঝেও সকল অথিতি ও সেচ্ছাসেবী গন উপস্থিত হয়ে অনুষ্ঠান কে সফল করার জন্য ভালুকা হেল্পলাইন এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ইমন তালুকদার সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।