মির্জাগঞ্জে বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের অবৈধ ম্যানেজিং কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে এ মানববন্ধন করেন ছাত্র অভিভাবক। এসময় উপস্থিত ছিলেন – মাধবখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হালিম মোল্লা, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, সাবেক ইউপি সদস্য জামাল হোসেন, মোঃ সোবাহান মুন্সিসহ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।তারা জানান, কাউকে না জানিয়ে গোপনে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিজ স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এ কমিটি গঠন করেন। কোন রকম ভোটার তালিকা প্রকাশ না করে, প্রচারনা ছাড়াই তিনি এ কমিটি করেন। মানববন্ধনের মাধ্যমে অবৈধ কমিটি বাতিল করে পুনরায় নতুন কমিটি গঠনের দাবি জানান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) মোঃ বাবুল হোসেন বলেন, সকল নিয়ম মেনেই কমিটি হয়েছে। এখানে অবৈধভাবে কিছু করা হয়নি
এব্যাপারে উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, আমরা শুধু নিয়ম অনুসারে কমিটি গঠন করিছি।অনুমোদন বোর্ড দিয়েছে। এবিষয়ে বোর্ড সিদ্ধান্ত নিবে।উল্লেখ্য, গত ৮ ই মার্চ মাধবখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম তালুকদারকে সভাপতি করে এ কমিটি গঠন করা হয়েছে।