রাজধানীর হাজারীবাগ থানা পুলিশের হেফাজতে মিজানুর রহমান নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১২ মে) রাতে এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, ইয়াবা ও গাঁজাসহ আটকের পর তাকে থানায় নিয়ে আসা হচ্ছিল। থানার গেটে পৌঁছলে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মাসুম জানান, মিজানুর রহমান নামে ওই যুবকের কাছে ইয়াবা পাওয়া যায়। তাকে নিয়ে থানার গেটে পৌঁছলে হঠাৎ অসুস্থ বোধ করেন তিনি। একপর্যায়ে তার শরীর অস্বাভাবিকভাবে ঘামতে থাকে। এরপর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ বলছে, তিনি মাদকাসক্ত ও মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকের বেশ কয়েকটি মামলা রয়েছে।
তবে এ বিষয়ে ‘আইনি জটিলতায়’ পড়তে চাইছেন না তার স্বজনরা। মিজানুর রহমানের স্ত্রীও স্বামীর মৃত্যুর বিষয়ে কথা বলতে রাজি হননি।