ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি, রাত ১০:৩৫
বাংলা বাংলা English English

১৮ দিন পর আপিল বিভাগের বিচারকাজ ‍শুরু


ঈদ ও অবকাশকালীন ছুটি শেষে ১৮ দিন পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারকাজ শুরু হয়েছে।

সোমবার (১৬ মে) সকাল ৯টা থেকে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন বেঞ্চ ও জ্যেষ্ঠ বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বিভাগের দুটি বেঞ্চে বিচারকাজ শুরু হয়।

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের অন্য দুই বিচারপতি হলেন, বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এম. ইনায়েতুর রহিম।

 

বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন বেঞ্চের অন্য দুই বিচারপতি হলেন, বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ।

এদিকে আজ (১৬ মে) সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্টের ৫৩টি বেঞ্চে একযোগে বিচারকাজ শুরু হওয়ার কথা।

সব খবর