ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি, দুপুর ১:২০
বাংলা বাংলা English English

বন্যার পানিতে তলিয়ে আছে আসাম, মৃত্যু ৯


ভারতের আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। কয়েকদিনের টানা বৃষ্টিতে তলিয়ে আছে ২৭টির বেশি জেলা। বন্যায় গৃহহীন হয়ে পড়েছে ৬ লাখ ৬২ হাজার মানুষ। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ৯ জন। নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন।

কয়েকদিনের টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে ভারতের আসাম। তলিয়ে আছে বিস্তীর্ণ এলাকা। ডুবে গেছে ঘরবাড়ি ও ফসলি জমি।

অব্যাহত বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের ২৭টির বেশি জেলা। বন্যার ঝুঁকিতে রয়েছে আরও কয়েকটি অঞ্চল। বাড়িঘর ডুবে যাওয়ায় গৃহহীন হয়ে পড়েছে সাড়ে ছয় লাখের বেশি মানুষ। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় ব্যাহত হচ্ছে ত্রাণ কার্যক্রম। এরই মধ্যে বন্যার্তদের সহায়তায় কাজ শুরু করেছে দেশটির সেনাবাহিনী।

বুধবার (১৮ মে) হেলিকপ্টারে করে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হয়। তবে তা প্রয়োজনের তুলনায় কম বলে জানিয়েছেন বাসিন্দারা।

আসাম রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, বিভিন্ন জেলায় ১৩৫টি শিবিরে ৪৮ হাজারেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে। বন্যাকবলিত এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঘাটতি মেটাতে রাজ্যজুড়ে খোলা হয়েছে ১১৩টি ত্রাণ বিতরণকেন্দ্র। বন্যাকবলিতদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

সব খবর