ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি, বিকাল ৩:০৭
বাংলা বাংলা English English

টেস্ট দলে ফিরছেন মুস্তাফিজ!


প্রায় সাত বছরে মুস্তাফিজুর রহমানের টেস্ট ক্যারিয়ারের দৈর্ঘ্য ১৪ ম্যাচ। অন্য দুই ফরম্যাটে সমানতালে খেললেও ক্রিকেটের অভিজাত সংস্করণে বলতে গেলে তিনি খেলেনই না। অথচ বাংলাদেশের সেরা পেসারকে সব সময়ই দলে পেতে চায় টিম ম্যানেজমেন্ট। শ্রীলঙ্কার বিপক্ষে সম্ভব না হলেও ওয়েস্ট ইন্ডিজ সফরে তাকে টেস্ট দলে চান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে মুস্তাফিজুর রহমানের খেলা না খেলা নিয়ে নানা কথা ছড়িয়েছিল। তবে টাইগার পেসার ব্যস্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খেলায়। ওয়েস্ট ইন্ডিজ সফর যখন শুরু হবে তখন তিনি থাকবেন দেশে! ফলে মুস্তাফিজকে নিয়েই কিছু একটা করতে চায় বোর্ড।

 

শ্রীলঙ্কার বিপক্ষে বৃহস্পতিবার (১৯ মে) দ্বিতীয় টেস্টের দল ঘোষণার আগে মুস্তাফিজ আইপিএলে। তাই তাকে টেস্ট দলে অন্তর্ভুক্ত করেনি বোর্ড। এ সম্পর্কে নান্নু বলেন, ‘যারা আছে তাদের নিয়েই দল ঘোষণা করে দিয়েছি। মুস্তাফিজ সংক্ষিপ্ততম ফরম্যাট নিয়ে ব্যস্ত। সেখান থেকে এই সিরিজে এসে খেলা কঠিন। এখন যারা আছে, টিম ম্যানেজমেন্টের অধীনে কাজ করছে ওদের ওপরই আমরা আস্থা রাখছি।’

শ্রীলঙ্কার বিপক্ষে না থাকলেও পরের সিরিজ থেকে তাকে দলের সঙ্গে থাকতে হতে পারে। এ সম্পর্কে প্রধান নির্বাচক বলেন, ‘মুস্তাফিজের সাথে আগামী সিরিজ নিয়ে আমার কথা হয়েছে। নির্বাচক প্যানেল থেকে রুটিন ডিসকাশন। ঢাকায় গিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল তৈরি করব। তখন এসব নিয়ে আলোচনা করব।’

নান্নু আরও যোগ করেন, ‘মুস্তাফিজকে টেস্ট দলে অবশ্যই প্রত্যাশা করি। খেলোয়াড়দের সেরা মুহূর্তে দলে অবশ্যই দরকার। যদি দরকার হয় অবশ্যই ওকে ডাকা হবে। অবশ্যই এ নিয়ে আলোচনা করব।’

সব খবর