ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি, রাত ৮:১৪
বাংলা বাংলা English English

দিঘলিয়া থানা পরিদর্শন করলেন খুলনা রেঞ্জের ডিআইজি


বাংলাদেশ পুলিশ খুলনা রেঞ্জের ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন , বিপিএম-বার গতকাল বৃহস্পতিবার দুপুরে বাৎসরিক থানা পরিদর্শনের অংশ হিসেবে দিঘলিয়া থানা পরিদর্শন করেন ।

তিনি দিঘলিয়া থানায় পৌঁছালে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ চৌধুরী ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন ।

পরে পুলিশের সুসজ্জিত একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন ।

পরে ডিআইজি দিঘলিয়া থানার প্রাঙ্গণের বিভিন্ন সেবা ডেস্ক , মামলার নথিপত্র পরিদর্শন করে সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন ।

এর আগে তিনি দিঘলিয়া উপজেলার দিঘলিয়া গ্রামে অবস্থিত তরুন শিল্প উদ্দোক্তা মোঃ মুরাদ হোসেন এর আঁকন এগ্রো ফার্ম পরিদর্শন করেন ।

তিনি আঁকন এগ্রো ফার্মের সার্বিক কার্যক্রম ঘুরে-ঘুরে দেখেন এবং উৎপাদিত পন্যের মানের প্রশংসা করেন ।

উল্লেখ্য আকন এগ্রো ফার্মের উৎপাদিত পন্য ফ্যাক্টরীতে নিজস্ব চারটি আউটলেটের মাধ্যমে “সেফফুড” ব্রান্ড নামে বাজারে বিক্রি হচ্ছে ।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন, খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বিপিএম , অতিরিক্ত পুলিশ সুপার ( এ-সার্কেল ) এস এম রাজু আহম্মেদ , সিনিয়র এএসপি সৌমিত্র চাকমা , দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ চৌধুরী সহ প্রমূখ ।

সব খবর