ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি, বিকাল ৫:৩৬
বাংলা বাংলা English English

গাফ্‌ফার চৌধুরীর মৃত্যুতে পরীমনির শোক


শোকে স্তব্ধ ঢাকাই চলচ্চিত্র নায়িকা পরীমনি। বিপদের বন্ধু গাফ্‌ফার চৌধুরীকে স্মরণ করেন তিনি।

লন্ডনের স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ মে) রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন আবদুল গাফ্‌ফার চৌধুরী। বরেণ্য সাংবাদিক, কলামিস্ট, লেখক ও সাহিত্যিক আবদুল গাফ্‌ফার চৌধুরীর মৃত্যু কষ্ট দিচ্ছে এ চিত্রনায়িকাকে। তার জন্য পরীর কষ্ট হবেই বা না কেন? পরীর বিপদে যখন কাছের মানুষেরাও তার থেকে দূরে ছিলেন ঠিক তখনই সুদূর লন্ডন থেকে তার পাশে আছেন বলে আশ্বাস দেন আবদুল গাফ্‌ফার চৌধুরী।

শুধু আশ্বাসই নয়, পরীমনি গ্রেফতারের পর তার মুক্তির দাবিতেও সোচ্চার ছিলেন গাফ্‌ফার চৌধুরী। পরীমনিকে নিয়ে সুন্দর একটা লেখাও লিখেছিলেন আনন্দবাজার পত্রিকায়। শুধু লেখা নয়, এরপর পরীমনির আইনি জটিলতার সময় আবদুল গাফ্‌ফার চৌধুরী লেখেন তাকে নিয়ে কবিতা। দীর্ঘ সেই কবিতা ছাপা হয়েছিল পত্রিকায়ও। ‘পরীমণি, তুমি আমার জন্য কেঁদো না’ শিরোনামের সেই কবিতায় কবি পরীমনিকে তুলনা করেছেন নিজের মায়ের সঙ্গে। লিখেছেন, ‘তোমার চোখের কান্নায় দেখেছি আমার মায়ের চোখের জল।’

 

নিজের বিপদের সময়ে পাশে পাওয়া সেই মানুষের মৃত্যু মেনে নিতে পারছেন না পরী। ফেসবুকে পোস্ট করেছেন সেই কবিতা। সেই সঙ্গে লিখেছেন, ‘আমি পেয়েছিলাম ঐ দুর্লভরে। মিলিবে কী আর…!’

 

সব খবর