ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি, রাত ৯:৫২
বাংলা বাংলা English English

কালবৈশাখি ঝড়ে নোয়াখালীতে কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত


নোয়াখালীর হাতিয়া, সুবর্ণচর, কবিরহাটসহ কয়েকটি উপজেলার ওপর দিয়ে কালবৈশাখি ঝড় বয়ে গেছে। এতে গাছপালা এবং অন্তত ৩০টি কাঁচা ঘরবাড়ি এবং দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার (২১ মে) সকাল সাড়ে ৭টার দিকে শুরু হওয়া এ ঝড়ে গাছপালা ভেঙে পড়ায় জেলার বেশ কয়েকটি স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সকালে হঠাৎ করে বজ্রসহ প্রচণ্ড বেগে ঝড়বৃষ্টি শুরু হয়। কালবৈশাখি ঝড়ে হাতিয়ার জাহাজমারা, নলচিরা ইউনিয়ন, সুবর্ণচর উপকূল ও কবিরহাটসহ জেলার কয়েকটি স্থানে অন্তত ৩০টি কাঁচা ঘরবাড়ি ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তারা জানান, কালবৈশাখি ঝড়ে কয়েকটি গ্রামে কাঁচা ঘরবাড়ি ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। তালিকার ভিত্তিতে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করার জন্য প্রত্যেক ইউপি চেয়ারম্যানকে বলা হয়েছে।

সব খবর