ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি, সন্ধ্যা ৬:১১
বাংলা বাংলা English English

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে সুখবর পেলেন বেল


গ্যারেথ বেলকে অনেকেই বড় ম্যাচের প্লেয়ার বলে থাকেন। যদিও তার সাম্প্রতিক ফর্মটা মোটেই ভালো যাচ্ছে না। রিয়াল মাদ্রিদে গেম টাইমও পাচ্ছেন ওয়েলস এ ফরোয়ার্ড, মৌসুম শেষে দলও ছাড়তে যাচ্ছেন তিনি। এরই মধ্যে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলবেন তিনি। ২৮ মে প্যারিসে অল রেডদের মুখোমুখি হবে স্পেনের ক্লাবটি।

শুক্রবার (২০ মে) রিয়াল বেতিসের বিপক্ষে খেলার সম্ভাবনা ছিল বেলের। তবে সম্পূর্ণ ফিট নন বলে তাকে মাঠে নামাননি আনচেলত্তি। এ সম্পর্কে মার্কাকে তিনি বলেন, বেল বিদায় বলতে চাইছে। ভাল থাকলে ও বেতিসের বিপক্ষে খেলত। তবুও শেষ একটা সুযোগ পাবে, সেটা ২৮ মে লিভারপুলের বিপক্ষে ফাইনালে।

 

লিভারপুলের বিপক্ষে সুমধুর স্মৃতি আছে বেলের। চ্যাম্পিয়ন্স লিগের ২০১৮ সালের ফাইনালে এদের বিপক্ষেই ২ গোল করেছিলেন তিনি, যার সুবাদে লস ব্লাঙ্কোসরা ঘরে তুলেছিল ১৩তম ইউরোপ সেরার মুকুট। এ মৌসুমে রিয়ালের জার্সিতে বেল সবশেষ খেলেছিলেন গত মাসের শুরুর দিকে, লা লিগায় গেতাফের বিপক্ষে। এ বিবেচনায় বেলের পারফরম্যান্সে ঘাটতি থাকতে পারে তা অস্বীকার করার সুযোগ নেই। তবুও এ তারকার ওপর ভরসা রাখলেন মাদ্রিদ কোচ।

প্রভাব বিবেচনায় বেলকে খেলানোর সিদ্ধান্তটা আনচেলত্তির জন্য সুখবরই। ফাইনাল পেলেই যে জ্বলে উঠেন তিনি। মাদ্রিদের জার্সিতে এখন পর্যন্ত ফাইনালে ৫টি গোল করেছেন তিনি। এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তার গোলসংখ্যা ৩টি। শুধু ফাইনাল কেন, লিভারপুলও তুলনামূলকভাবে বেলের প্রিয় প্রতিপক্ষদের একটি। অল রেডদের বিপক্ষে ১২টি ম্যাচ খেলে ৬টিতেই জিতেছেন তিনি। ৪ হারের বিপরীতে ২টি ম্যাচে ড্র আছে তার।

লিভারপুলের বিপক্ষে ১২ দেখায় ৬ গোলে অবদান আছে ওয়েলস তারকার। ৩টি গোলের পাশাপাশি সমানসংখ্যক গোলে সহায়তাও করেছেন তিনি, যা স্পেনের বাইরে যে কোনো দলের বিপক্ষে বেলের সবচেয়ে ভালো পরিসংখ্যান। এর মধ্যে ২০১৮ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বাইসাইকেল কিকে দৃষ্টিনন্দন একটি গোলও আছে তার।

 

সব খবর