পিরোজপুরের নাজিরপুরে ৫ মিনিটের ঘূর্ণিঝড়ে সহস্রাধিক গাছ উপড়ে পড়েছে। এ সময় অর্ধশত কাঁচাঘর ভেঙে গেছে।
শনিবার (২১ মে) সকাল ৮টার দিকে শুরু হয় এ ঘূর্ণিঝড়।
জানা গেছে, প্রায় ৫ মিনিট ঘূর্ণিঝড়টি স্থায়ী হয়। এতে উপজেলার রুহিতলা বুনিয়া, শাঁখারীকাঠী, চিথলিয়া, ছোট বুইচাকাঠী, কাঁঠালিয়া, দীর্ঘাসহ উপজেলার বিভিন্ন স্থানে অর্ধশত কাঁচা ঘর ভেঙে গেছে। কোথাও কোথাও ঘরের চালার টিন উড়ে গেছে। এ সময় ঝড়ের তাণ্ডবে উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুতের লাইন বিচ্ছিন্নসহ এর খুঁটি উপড়ে পড়ার খবর পাওয়া গেছে।
নাজিরপুরে রুহিতলা বুনিয়া গ্রামের লাহেল হাওলাদার জানান, ঝড়ে তার বাড়ির একটি চাম্বল গাছ উপড়ে পড়ে বসত ঘরটি ভেঙে গেছে। এখন তার থাকার কোনো উপায় নাই।
নাজিরপুরে চিথলিয়া গ্রামের এবাদুল হাওলাদর জানান, গাছ ভেঙে বসত ঘরের ওপর পড়ে। এতে তার ক্ষতি হয়েছে।
উপজেলার শাঁখারীকাঠী গ্রামের শাহিন শেখ জানান, ঝড়ের কারণে বৈদ্যুতিক খুঁটি ওপরে পড়ায় লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। কলা, পেঁপে, আম, লিচুসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে উপজেলা কৃষি অফিস সূত্র জানায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ আল সাদীদ জানান, ঘূর্ণিঝড়ে ক্ষতির বিষয়ে তেমন কোনো তথ্য এখনো পাইনি। তবে এ বিষয়ে তথ্য সংগ্রহের কাজ চলছে।