ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি, সন্ধ্যা ৭:০৭
বাংলা বাংলা English English

রাজাপুরে বিধবাকে কুপিয়ে জখম


ঝালকাঠির রাজাপুর উপজেলায় জমি বিরোধের জের ধরে বিধবা তাসলিমা বেগম কে হত্যার চেষ্টায় এলোপাতাড়ি কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে দেবর ও তার সহযোগীদের বিরুদ্ধে।
গত শনিবার দুপুর একটায় উপজেলার লেবুবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত বিধবা তাসলিমা বেগম কে স্থানীয় ও পরিবারের সহযোগীরা উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
বিধবা তাসলিমা বেগম ওই এলাকার মৃত জাকির হোসেনের স্ত্রী।
আহত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিধবা তাসলিমা বেগমের স্বামীর ও ক্রয় কৃত জমি নিয়ে দেবর শাকিল ও তার পরিবারের সাথে বিরোধ চলে আসছে।
তাসলিমার স্বামীর মৃত্যুর পর থেকে তার দেবর শাকিল ও তার সহযোগীরা তাসলিমার জমি জোরপূর্বক জবর দখল করার চেষ্টা চালায়।
জমি দখল করতে প্রায় সময় বিধবা তাসলিমা ও তার পরিবারকে বিভিন্ন ভয়-ভীতি সহ কোন রকমের হুমকি দিয়ে আসছে দেবর শাকিল ও তার সহযোগীরা।
বিষয়টি নিয়ে বিধবা ও তার পরিবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কে জানালে দেবর ও তাঁর সহযোগীরা আরো ক্ষিপ্ত হয়ে যায়।
ঘটনার দিন গত শনিবার দুপুর একটায় তুচ্ছ বিষয় নিয়ে তাসলিমার সাথে দেবর শাকিল এর দ্বন্দ্ব হয়।
এরই জের ধরে একপর্যায়ে শাকিল ও শাকিল এর স্ত্রী কাজল বেগম, শাকিল এর ভাগিনা রাহাত ও তার দুই বোন খাদিজা ও রাশিদা সহ কয়েকজন পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে বিধবা তাসলিমাকে হত্যার চেষ্টায় কুপিয়ে রক্তাক্ত জখম করেন।
এসময় তার সাথে থাকা স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় রাজাপুর থানায় মামলার অভিযোগ দেওয়া হয়েছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।

সব খবর