ঢাকা, সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, সন্ধ্যা ৬:৪২
বাংলা বাংলা English English

বাবু-সালমার কণ্ঠে জনশুমারি জিঙ্গেল


আগামী সপ্তাহে সারা দেশে শুরু হতে যাচ্ছে ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা। দেশের মানুষের জনশুমারি ও গৃহগণনায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন টিভি চ্যানেলে শুরু হয়েছে নানা আয়োজন। যার মাঝে রয়েছে জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর প্রচারণায় একটি জিঙ্গেলও।

জিঙ্গেলটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু ও ক্লোজআপ ওয়ান তারকা সালমা। জিঙ্গেলটিতে উঠে এসেছে জনশুমারির গুরুত্ব ও নানান দিক। যা এরই মধ্যে প্রশংসিত হয়েছে।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু বলেন, এটা একটা ভালো কাজ। দেশের জন্য জনশুমারি ও গৃহগণনা অত্যন্ত জরুরি। আর এমন একটি কাজের সঙ্গে যুক্ত হয়ে বেশ ভালো লাগছে। আশা করি জনশুমারি ও গৃহগণনায় সবাই সঠিক তথ্য দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে।

 

সালমা বলেন, এ ধরনের সচেতনতামূলক একটি কাজের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। যারা কাজটির সঙ্গে ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা।

বিজ্ঞাপনী সংস্থা ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের তত্ত্বাবধানে আবদুল কুদ্দুসের পরিচালনায় জিঙ্গেলটির সংগীতায়জনে ছিলেন আবু বকর সিদ্দিক, কথা লিখেছেন মাহাবুব মোর্শেদ রিফাত।

সব খবর