ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি, রাত ১২:১৩
বাংলা বাংলা English English

স্পেনে ভয়াবহ রূপে দাবানল


স্পেনের মালাগা প্রদেশের দক্ষিণাঞ্চলের পাহাড়ি এলাকার দাবানল ভয়াবহ রূপ নিয়েছে। বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে আগুন। আহত হয়েছেন দমকলকর্মীর কয়েকজন সদস্য। খবর বিবিসির।

স্থানীয় সময় বুধবার (৮ জুন) রাতে হঠাৎ আন্দালুসিয়া উপকূলের পর্যটন স্পট কস্তা ডেল সোলের ঠিক ওপরে অবস্থিত সিয়েরা বারমেজার পুজেরা পাহাড়ের ঢালে আগুনের সূত্রপাত হয়। কর্তৃপক্ষ জানায়, এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৪০ কিলোমিটার। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে দমকলকর্মীরা। তবে প্রচণ্ড বাতাস আর তাপের কারণে নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় তাদের। দ্রুত কয়েক হাজার বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেয় প্রশাসন।

 

স্থানীয় কর্তৃপক্ষ কয়েক হাজার মানুষের ধারণক্ষমতার তাবু প্রস্তুত করেছে। তবে বেশিরভাগ বাসিন্দাই পার্শ্ববর্তী শহরের আবাসিক হোটেলে আশ্রয় নিয়েছেন।

ভয়াবহ এ দাবানলে দমকলকর্মীর কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। ইতোমধ্যে তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সব খবর