ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি, বিকাল ৫:৫০
বাংলা বাংলা English English

হজ মৌসুমে ঘুরে দাঁড়াতে চান সৌদির বাংলাদেশি ব্যবসায়ীরা


মুসল্লিদের পদচারণায় মুখর সৌদি আরবের মক্কা ও মদিনা। চলতি হজ মৌসুমকে কেন্দ্র করে এবার তাই দুই বছরের মন্দা কাটিয়ে ওঠার আশা করছেন দেশটিতে হোটেল-মোটেল ব্যবসার সঙ্গে যুক্ত প্রবাসী বাংলাদেশিরা।

মক্কা ও মদিনায় আবাসিক হোটেল খাতের সঙ্গে যুক্ত আছেন ব্যবসায়ী ও কর্মীসহ কয়েক হাজার বাংলাদেশি। করোনা মহামারির কারণে এ দুই শহরের আবাসিক হোটেল খাতে ধস নামে। যার লোকসান বহন করেছেন প্রবাসী বাংলাদেশিরা ব্যবসায়ীরা।

ইতোমধ্যে চলতি বছর ১০ লাখ মানুষ পবিত্র হজ পালন করবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মুসল্লিদের মধ্যে ৮৫ শতাংশই বিদেশি। এছাড়া পবিত্র ওমরাহ পালনের জন্য ভিসা উম্মুক্ত করে দেয়ায় করোনাকালে যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে ওঠার আশা করছেন ব্যবসায়ীরা।

 

তারা বলছেন, সারা বিশ্ব থেকেই লাখ লাখ মুসল্লি আসছেন। এভাবে চলতে থাকলে আমরা হয়তো আমাদের আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে পারব।

সৌদি আরবের হোটেল-রেস্তোরাঁগুলোর উদ্যোক্তা ও ব্যবসায়ীদের অধীনে বর্তমানে কাজ করছেন অসংখ্য প্রবাসী বাংলাদেশি। দেশটিতে করোনা শুরুর পর নিষেধাজ্ঞা দেয়া হলে ব্যবসায় চরম মন্দা দেখা দেয়। তবে সেই পরিস্থিতি অনেকটাই কাটিয়ে উঠেছে সৌদি আরব।

 

সব খবর