ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি, সকাল ৬:১৫
বাংলা বাংলা English English

খেলাপিদের এককালীন ঋণ পরিশোধের সময়সীমা বাড়াল কেন্দ্রীয় ব্যাংক


বাংলাদেশ ব্যাংক ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণগ্রস্ত গ্রাহকদের ঋণ পরিশোধের সময়সীমা বাড়িয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ বিষয়ক একটি নির্দেশনা দিয়েছে।

এতে বলা হয়েছে, এক্সিট সুবিধার আবেদন দাখিলের সময়সীমা আগামী ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।

 

এতে আরও বলা হয়, অনেকেই নীতিমালা অনুযায়ী নির্ধারিত গত ৩০ এপ্রিলের মধ্যে আবেদন দাখিল করতে পারেননি। এ অবস্থায় ঋণ সমন্বয়ে সদিচ্ছুক অনেক গ্রাহক তাদের মন্দমানে শ্রেণিকৃত ঋণ সমন্বয় করতে পারছেন না। এ প্রেক্ষাপটে এক্সিট পলিসির আওতায় গ্রাহকদের ঋণ পরিশোধের সুযোগ সৃষ্টির পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানসমূহের খেলাপি ঋণ আদায় ও তারল্য পরিস্থিতি উন্নয়নে এক্সিট সুবিধার আবেদন দাখিলের সময়সীমা চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হলো।

এছাড়া বর্ধিত সময়ে প্রাপ্ত আবেদনসমূহ সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানকে চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তি করতে হবে। আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮(ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে বলে।

সব খবর