ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি, রাত ৪:২১
বাংলা বাংলা English English

দেশের পুঁজিবাজারের সূচকে বড় পতন


দেশের পুঁজিবাজারে টানা দুই দিন দরপতন হয়েছে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে শেয়ার কেনার চেয়ে বিক্রির চাপ থাকায় লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দামই কমেছে।

সোমবার (২০ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ৪৯ পয়েন্ট কমে ৬ হাজার ৩৫৭ পয়েন্টে অবস্থান করছে। এ ছাড়া ভালো প্রতিষ্ঠান নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক ১৫ পয়েন্ট কমেছে এবং ডিএস শরিয়াহ সূচক ৯ পয়েন্ট কমেছে।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মূল সূচক ১৩৯ পয়েন্ট হ্রাস পেয়েছে।

আজ ডিএসইতে ৩৮০টি প্রতিষ্ঠানের ১৮ কোটি ৯৬ লাখ ৯৩ হাজার ৩৪৮টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এর মধ্যে ৩৬টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৩২৫টির, আর অপরিবর্তিত রয়েছে ১৯টির।

 

এ ছাড়া এদিন ডিএসইতে লেনদেনও কমেছে। আজ ডিএসইতে ৮২২ কোটি ৩৯ লাখ ৪২ হাজার টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছে ৮৯৫ কোটি ৭৮ লাখ ৪ হাজার টাকার শেয়ার।

লেনদেনের ক্ষেত্রে শীর্ষে রয়েছে- বেক্সিমকো, জেএমআই হসপিটাল, আনোয়ার গ্যালভানাজিং, বাংলাদেশ শিপিং করপোরেশন, শাইনপুকুর সিরামিক, মুন্নু ফেব্রিকস, আইপিডিসি ফাইন্যান্স, কেডিএস এক্সেসোরিজ, কাশেম ইন্ডাস্ট্রিজ এবং আরএকে সিরামিক লিমিটেড।

 

সব খবর