ঢাকা, বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, দুপুর ২:২১
বাংলা বাংলা English English

প্যারিস বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে উঠেছে রোমান-হাকিম


আরচারি বিশ্বকাপে ভালো শুরু পেয়েছেন রোমান সানা, হাকিম আহমেদ রুবেলরা। ফ্রান্সের প্যারিসে বুধবার (২২ জুন) প্রতিযোগিতার দ্বিতীয় দিনে সেরা ৩২-এর লড়াইয়ে উঠেছেন রোমান সানা, রুবেল ও সাগর ইসলাম। তবে ১/৬৪- এর ধাপ পেরোতে ব্যর্থ হয়েছেন শুধু আবদুর রহমান আলিফ।

রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে আলিফ আবদুর রহমান ৪-৬ সেট পয়েন্টে সুইডেনের আরচার সুবার কাছে হারেন। হাকিম আহমেদ রুবেল ৬-৪ সেট পয়েন্টে স্লোভেনিয়ার আর্নেস লুকার বিপক্ষে জেতেন। আর রোমান দক্ষিণ আফ্রিকার প্রতিযোগী রু ভিয়ানকে ৬-০ সেটে উড়িয়ে দেন।

এর আগে কোয়ালিফিকেশন রাউন্ডে ৭২০ এর মধ্যে ৬৭০ স্কোর করে ১২২ জনের মধ্যে ২৫তম হন রোমান। সাগর ৬৫৯ স্কোর করে ৪৮তম, রুবেল ৬৫৮ স্কোর করে ৫২তম এবং আলিফ ৬৫২ স্কোর করে ৬৬তম র‌্যাংকিং অর্জন করেন।

এদিকে মেয়েদের কোয়ালিফিকেশন রাউন্ডে দিয়া সিদ্দিকী ৭২০ এর মধ্যে ৬৩২ স্কোর করে ৮১ জনের মধ্যে ৪৩তম হন। নাসরিন আক্তার ৬০৭ স্কোর করে ৬৭তম এবং ফামিদা সুলতানা নিশা ৫৮৭ স্কোর করে ৭৬তম র‌্যাংকিং অর্জন করেন।

বৃহস্পতিবার (২৩ জুন) দলীয় ইভেন্টের খেলা রয়েছে। বাংলাদেশ এই বিশ্বকাপে শুধু রিকার্ভ ইভেন্টে অংশ নিচ্ছে।

 

সব খবর