সিরাজগঞ্জের শাহজাদপুরে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) সকাল থেকে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পণ, বর্ণাঢ্য র্যালি, রবীন্দ্র কাছারীবাড়ি মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে পালন করে।
দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা।
সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ এড. আব্দুল হামিদ লাবলু, সহ সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও শাহজাদপুর পৌর মেয়র মনির আক্তার খান তরুলোদী, যুগ্ম সম্পাদক মুস্তাক আহমেদ প্রমূখ।
আলোচনা শেষে উপজেলা আওয়ামী লীগের ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে কেক কাটেন স্থানীয় সংসদ সদস্য মেরিনা জাহান কবিতা ও সভাপতি চয়ন ইসলাম।