ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি, সন্ধ্যা ৭:৫২
বাংলা বাংলা English English

রাবির ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বে ৪৪ জন


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় বসবে ৪৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. বাবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আইসিটি পরিচালক জানান, চূড়ান্ত আবেদন শেষ হয়েছে গত মঙ্গলবার। এতে তিন ইউনিটে মোট ৪ হাজার ৫টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে এক লাখ ৭৮ হাজার ২৮৬টি। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবে ৪৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

আইসিটি দপ্তর সূত্র জানায়, তিন ইউনিট মিলে এ বছর আবেদন করেছে মোট এক লাখ ৭৮ হাজার ২৮৬ জন ভর্তিচ্ছু। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৬৭ হাজার ২৩৭ জন, ‘বি’ ইউনিটে ৩৮ হাজার ৬২১ জন এবং ‘সি’ ইউনিটে চূড়ান্ত আবেদন করেছে ৭১ হাজার ৪১০ জন ভর্তিচ্ছু।

এদিকে আগামী ২৫ জুলাই ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। এছাড়া আগামী ২৬ জুলাই ‘এ’ ইউনিট এবং ২৭ জুলাই অনুষ্ঠিত হবে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। প্রতিদিন চার শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সব খবর