ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি, সন্ধ্যা ৬:১৩
বাংলা বাংলা English English

মুন্সীগঞ্জে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি


মুন্সীগঞ্জের মিরকাদিম লঞ্চঘাটের কাছে ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় মালবাহী একটি ট্রলার ডুবে গেছে।

সোমবার (৪ জুলাই) সকাল সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে। এ সময় ট্রলারের চালক ও তার সহকারী নদীর তীরে যেতে সক্ষম হয়েছেন।

জানা গেছে, আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে মিরকাদিম এলাকা থেকে একটি মালবোঝাই ট্রলার ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। এ সময় ট্রলারটি মিরকাদিম ঘাট থেকে কিছুদূর এগিয়ে গেলে ঢাকাগামী জামাল হোসেন-৯ নামে যাত্রীবাহী একটি লঞ্চ ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ১০ থেকে ১২ জন আরোহীসহ ট্রলারটি সঙ্গে সঙ্গে ধলেশ্বরী নদীতে ডুবে যায়।

মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ কর্মকর্তা মো. লুৎফর রহমান বলেন, এ ঘটনার সময় অনেক বৃষ্টি হচ্ছিল। তবে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। তবে যতদূর জানতে পেরেছি ট্রলারে যারা ছিলেন, সবাই সাঁতরে তীরে উঠেছে। এরপরও কেউ নিখোঁজ আছে কি না, তা খুঁজে দেখা হচ্ছে।

সব খবর