ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি, বিকাল ৩:৩৩
বাংলা বাংলা English English

টঙ্গীতে ট্রেন আটকে রেল কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ,


টঙ্গীতে ঠিকাদারদের মাধ্যমে জনবল নিয়োগ এবং অস্থায়ী কর্মচারীদের অব্যাহতির প্রতিবাদে সোমবার (৪ জুলাই) বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ টঙ্গী শাখার উদ্যোগে বাংলাদেশ রেলওয়ের টঙ্গীস্থ সকল অস্থায়ী কর্মচারীরা আউটার সিগন্যালে ট্রেন আটকে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
এ সময় উভয়পাশে ট্রেন আটকে দেয়ায় সারাদেশের সাথে রেলযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিক্ষোভ ও রেললাইন অবরোধের ঘটনার সত্যতা নিশ্চিত করে ষ্টেশন মাস্টার জানান রেলের শ্রমিকদের অবরোধে যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকলেও তা দুপুর সাড়ে ১২টার পর আবার চালু হয়েছে।
এদিকে আন্দোলকারী শ্রমিকরা জানান, বাংলাদেশ রেলওয়ে অস্থায়ীপদে দক্ষ কর্মরতদের অব্যাহতি দিয়ে ঠিকাদারদের মাধ্যমে জনবল নিয়োগের অমানবিক আদেশ প্রত্যাহার করতে হবে। অস্থায়ী গেট কিপারদের চাকরি স্থায়ী করতে হবে। আউট সোর্সিং নামে কালো আইন বাতিল করতে হবে। তারা আরো জানিয়েছে, এ আইন বাতিল না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

সব খবর