ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি, সন্ধ্যা ৭:৫১
বাংলা বাংলা English English

ছাতকের বন্যাদুর্গত মানুষের মাঝে আবুল খায়ের গ্রুপের শাড়ি- লুঙ্গি বিতরণ


সুনামগঞ্জের বন্যাদুর্গত মানুষের সহায়তায় এগিয়ে এসেছে আবুল খায়ের গ্রুপ। আবুল খায়ের গ্রুপের পক্ষ থেকে সোমবার (৪ জুলাই) ছাতক উপজেলার তিন হাজার বন্যা পীড়িত মানুষের মাঝে শাড়ি- লুঙ্গি বিতরণ করা হয়েছে।সোমবার সকাল থেকে ছাতক শহর, জাউয়াবাজার ও নোয়ারাই বাজারে বন্যার্ত মানুষের মাঝে এসব শাড়ি- লুঙ্গি বিতরণ করা হয়েছে। শাড়ি- লুঙ্গি বিতরণ কালে আবুল খায়ের ষ্টীল সিলেটের এসিস্ট্যান্ট ম্যানেজার আরশাদ চৌধুরী এরশাদ, সিলেটের এরিয়া ম্যানেজার মনির হোসেন,অসিম কুমার শাহ,সুনামগঞ্জের মার্কেটিং এক্সিকিউটিভ আবু সায়েম, মোহাম্মদ আবু বাক্কার,ছাতকের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর,সরাফত এন্ড সন্সের স্বত্তাধিকারী সরাফত আলী,সরাফত এন্ড সন্সের পরিচালক ,সুনামগঞ্জ জেলা রড- সিমেন্ট ও ঢেউটিন মার্চেন্ট গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক কয়েছ আহমেদ, ফরহাদ এন্ড ব্রাদার্সের স্বত্তাধিকারী, সুনামগঞ্জ জেলা রড- সিমেন্ট ও ঢেউটিন মার্চেন্ট গ্রুপের সদস্য সচিব রিয়াজ আহমেদ রাজু, জাউয়াবাজার আমিন ট্রেডার্সের স্বত্তাধিকারী, যুক্তরাজ্য প্রবাসী লিয়াকত আলী, ভাই-ভাই ট্রেডার্সের পরিচালক তানভীর মজুমদার,সরাফত এন্ড সন্সের পরিচালক আদনান কাওছার রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন। আবুল খায়ের ষ্টীল সিলেটের এসিস্ট্যান্ট ম্যানেজার আরশাদ চৌধুরী এরশাদ জানান, বন্যা কবলিত সিলেট ও সুনামগঞ্জ জেলার সকল উপজেলায় তাদের শাড়ি- লুঙ্গি বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।।##

সব খবর