ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি, দুপুর ২:১৯
বাংলা বাংলা English English

খেয়াঘাটে অতিরিক্ত টাকা আদায় করায় ৮০ হাজার টাকা জরিমানা


বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় গোমা খেয়াঘাটে অতিরিক্ত অর্থ আদায় করায় ৮০ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে ঘাট ইজারাদারদের। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আবুজর মো. ইজাজুল হক অভিযান পরিচালনা করেন এই জরিমানা করেন।
ইজাজুল হক জানান, দুধল ইউনিয়নের গোমা খেয়াঘাটের ইজরাদার সাধারণ যাত্রীদের সঙ্গে দীর্ঘদিন ধরে দুর্ব্যবহার করে আসছিল। এছাড়া সরকার নির্ধারিত ৬ টাকার ভাড়া ১০ থেকে ১০০ টাকা করে নেওয়া হতো বলে অভিযোগ পেয়েছি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, বিভিন্ন সময়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালালে ইজারাদারদের কেউ সত্যতা স্বীকার করে না। তাই গত সোমবার দুপুরে নিজে একটি অটোতে অরোহী হয়ে ঘাটে গিয়ে ইজরাদারদের অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি নিশ্চিত হয়েছি। পরে ঘাট ইজারাদারদের ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

সব খবর