ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি, রাত ২:৫৮
বাংলা বাংলা English English

দোকান থেকে অজগর উদ্ধার সুন্দরবনে অবমুক্ত


মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের গোড়া বুরবুরিয়া এলাকার ফারুক হাওলাদারের দোকান থেকে (৫ জুলাই) বিকালে সাড়ে তিনফুট আনুমানিক (এক কেজি) ওজনের অজগর সাপ উদ্ধার করে বরইতলা টহল ফাড়ির সুন্দরবনের গহীন বনে অবমুক্ত করা হয় উদ্ধার কাজে জিউধরা স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মোক্তাদির, বিএম মাসুৃম বিল্লাহ, ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) আলমগীর শিকদার, সিপিজি
কবির মল্লিক সহ প্রমুখ। তবে এলাকাবাসী জানান সাপটি দোকানের ভিতরে থাকায় আমরা সব সময় আতঙ্কে ছিলাম খবর দিলে তারা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যায়। এই বিষয়ে জিউধরা স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মুক্তাদির বলেন”সুন্দরবন ও সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগ নিরালশ ভাবে কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আজ সংবাদের ভিত্তিতে গোড়াবুরবুরিয়ার ফারুক হাওলাদারের দোকান থেকে অজগর উদ্ধার করি উদ্ধার করে আবার বনে অবমুক্ত করি।

 

সব খবর