দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়ন এর ৩০ নং মাধ্যমিক বিদ্যালয়ের ৪ র্থ তলা বিশিষ্ট ভবন নির্মাণ কাজে ব্যাপক অগ্রগতি ।
সরেজমিনে গিয়ে দেখা যায় , গাজীরহাট ইউনিয়ন এর ৩০ নং মাধ্যমিক বিদ্যালয়ের ৪র্থ তলা বিশিষ্ট ভবন নির্মাণ কাজটি চলছে খুব জোরে শোরে ।
এবিষয়ে উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাজীব সাহা জানান , উক্ত বিদ্যালয় টির ভবন নির্মাণ করা হয় ২০০৫-৬ বছরে ।
তবে বিদ্যালয়টির কক্ষ কম থাকায় ছাএ / ছাত্রীদের পাঠদানের বেশ কিছুটা সম্যসা হয়ে আসছিল ।
নতুন এই ৪র্থ তলা বিশিষ্ট নতুন ভবন টি সম্পুর্ন নির্মান হলে বিদ্যালয়ে অনেক টা সম্যসা দুর হবে ।
এবিষয়ে উপসহকারী প্রকৌশলী ( সার্ভে) মোঃ রুবেল হোসেন সাংবাদিক দের জানান , উক্ত নতুন ভবন নির্মাণ কাজ চলতি বছরে শুরু হয় ।
মাননীয় প্রধানমন্ত্রীর ও স্থানীয় এমপি মহোদয় এর সহযোগিতায় ৪র্থ তলা বিশিষ্ট ভবন টি নির্মান কাজ দ্রত সম্পুর্ণ হবে ।
তবে ফাউন্ডেশন ৪র্থ তলা বিশিষ্ট কিন্তু চলতি বছরের আগষ্ট মাসের মধ্যে দের তলা সম্পুর্ন হবে বলে জানান বিদ্যালয় কতৃপক্ষ ।
সার্বক্ষণিক বিদ্যালয়ের নির্মান কাজ তদারকি করছেন বলে ও কতৃপক্ষ জানান ।