ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, সকাল ৬:২৬
বাংলা বাংলা English English

বরিশাল চরকাউয়ায় (অবঃ) নদীবন্দর কর্মকর্তাকে পিটিয়ে হত্যার চেষ্টা!


বরিশাল সদর উপজেলার বন্দর থানাধীন
চরকাউয়ায় অবসরপ্রাপ্ত নদী বন্দর কর্মকর্তা কে হত্যার চেষ্টায় পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে।
গত বুধবার সকাল ১১ টার দিকে দিনারের পোল সংলগ্ন শিকদার বাড়িতে এই ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা আহত কর্মকর্তা ওমর আলী শিকদার কে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
তিনি ওই এলাকার মৃত আব্দুল গফুর শিকদারের ছেলে ও বরিশাল বি আই ডব্লিউ টি সি একজন ইঞ্জিন কর্মকর্তা ছিলেন।

আহত ওমর আলী জানান, দীর্ঘ চার যুগ পূর্বে ওমর আলী শিকদার ৬১ শতাংশ জমি ক্রয় করেন।

ভোগ দখলীয় জমি নিয়ে ওমর আলী শিকদারের সাথে প্রতিপক্ষ মৃত লেহাজ উদ্দিন এর স্ত্রী আছিয়া খাতুন ও তার পরিবারের সহযোগীদের সাথে বিরোধ চলে আসছে।
বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।
আদালত ওই জমির উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে।
কিন্তু প্রতিপক্ষ আসিয়া খাতুন ও তার পরিবারের সহযোগীরা আদালতের নির্দেশে অমান্য করে অস্থায়ী নিষেধাজ্ঞা জমি জোরপূর্বক জবরদখল সহ গাছপালা কেটে নিয়ে যায়।
এসব অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে ওমর আলী শিকদার প্রতিবাদ করলে আসিয়া খাতুনের দু ছেলে করিম ও রহিম এবং মেয়ে জামাই কালাম খান বিভিন্ন ভয়-ভীতি সহ খুন রকমের হুমকি দেয়।
এমনকি তারা ওমর আলী শিকদারের ভোগ দখলীয় জমি জোরপূর্বক জবর দখল করার চেষ্টা করে।

ঘটনার দিন বুধবার সকালে ওমর আলী শিকদারের জমিতে থাকা পিলার উপড়ে ফেলে প্রতিপক্ষ কালাম খান ও তার ছেলে রুবেল সহ তাদের সহযোগীরা দখল দেয়।
এ সময় ওমর আলী শিকদার বাধা দিলে কালাম খান ও তার ছেলে রুবেলের সাথে দ্বন্দ্ব হয়।

এরই জের ধরে এক পর্যায় কালাম খান, রুবেল এবং তাদের সহযোগী করিম রাড়ি, রাসেল রাড়ি, সজীব, রাজীব, সহ অজ্ঞাত কয়েকজন পরিকল্পিতভাবে হত্যার চেষ্টায় ওমর আলী সিকদারকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

সব খবর