ঢাকা, মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই রমজান, ১৪৪৫ হিজরি, বিকাল ৪:৪৫
বাংলা বাংলা English English

দুর্ঘটনায় নিহত ইসলামী ব্যাংক কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন


ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর প্রিন্সিপাল অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান (৩৯) ঈদের ছুটি পরবর্তী সময়ে কর্মস্থল ঢাকায় ফেরার পথে শনিবার (১৬ জুলাই) দিবাগত রাত ১ টার দিকে বগুড়ার নিকটবর্তী সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন।

দূর্ঘটনার পর পরিবারের ও তার কর্মস্থলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় বিভিন্ন স্থান খুঁজে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাওয়া গেলে তার মৃতদেহ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর সহায়তায় সেখান থেকে সোমবার (১৮ জুলাই) রাত তিনটার দিকে তার পৈত্রিক নিবাস কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গার উদ্দেশ্য রওনা হয়ে সকাল নয়টার দিকে পৌঁছলে নিজ এলাকায় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরে গোসল ও আনুষ্ঠানিকতার পর নিজের একসময়ের স্মৃতি বিজড়িত পাটেশ্বরী বরকতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে হাজারো মানুষের উপস্থিতিতে নিহতের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

জানাযা পূর্ব বক্তৃতায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবু সাঈদ মোঃ ইদ্রিস বলেন, আল্লাহ তায়ালার অমোঘ নিয়মে পৃথিবীতে যেমন এসেছি, তেমনি তার আদেশেই চলে যেতে হবে। তিনি সকলের উদ্দেশ্যে মৃতের রুহের মাগফিরাত কামনা করেন। তিনি আরো বলেন, দুর্ঘটনায় নিহত মোস্তাফিজুর রহমানকে যেন আল্লাহ শহীদি মর্যাদা দান করেন এজন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এ সময় তার প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তা, বন্ধুবান্ধবসহ অন্যরা শোক সন্তপ্ত পরিবারকে সান্তনা দিতে গেলে আরেকবার হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরে তার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।

জানাজা ও দাফন কার্যে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর বোর্ড অফ ডিরেক্টরের প্রতিনিধি রংপুর জোনাল অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবু সাঈদ মোঃ ইদ্রিস, ভুরুঙ্গামারী ব্রাঞ্চের দ্বিতীয় কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, গাইবান্ধা সুন্দরগঞ্জ শাখার প্রিন্সিপাল অফিসার মোঃ শাহিনুর আলম শাহীন, সোনাহাট স্থল বন্দর উপ-শাখার ইনচার্জ মোঃ রাকিবুল হাসান, লালমনিরহাট হাতীবান্ধা উপ-শাখার ইনচার্জ শহীদুজ্জামান সুমন, আরডিআরএস এর বগুড়ার রিজিওনাল ম্যানেজার মিজানুর রহমান, মিল্ক ভিটার রংপুরের ব্যবস্থাপক ডাঃ মোঃ জাহিদুল ইসলাম, পাটেশ্বরী বরকতিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ রোকনুজ্জামান ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, পাইকেরছড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক, স্থানীয় বিশিষ্ট ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বন্ধু-বান্ধব, নিকটাত্মীয় ও স্থানীয় সকল পেশা-শ্রেণীর সাধারণ মানুষ।

এ সময় তার নিকটতম বন্ধু-বান্ধবদের মধ্যে আরও উপস্থিত ছিলেন দলবাড়ী গছিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হামিদুল ইসলাম, পশ্চিম বেলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রইচ উদ্দিন, পাটেশ্বরী বরকতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মতিউর রহমান (মতি মাস্টার), সোনাহাট ডিগ্রী কলেজের শিক্ষক রাজিমুল ইসলাম রাজু, মোঃ আব্দুস সাত্তার, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মোঃ মহিউদ্দিন শেখ, ব্যবসায়ী লাকু “দৈনিক দেশের কন্ঠের জেলা সংবাদদাতা এম এ সাঈদ প্রমূখ।

 

শোক সন্তপ্ত পরিবারের প্রতি আরও সমবেদনা জ্ঞাপন করেছেন অ্যাডভোকেট জাহিদুল ইসলাম (খোকন), বিপু ভাই, আশরাফুল আলম আসাদ, মনজুরুল আলম লিখন, মতিয়ার রহমান, মুকুল, শাহিন সিদ্দিক, রাশেদ এম ইফতেখার, রবিউল ইসলাম রাসেল, কাস্টমস কর্মকর্তা সুমন আল মাসুদ প্রমূখ।

সব খবর