সাংবাদিকদের মারধর ও প্রকাশ্যে হুমকির প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় মুক্তিযোদ্ধের চেতনায় ভালুকা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ শে জুলাই) ২০২২ ইং,
ভালুকা গফরগাঁও সড়কে উপজেলা পরিষদের সামনে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন করা হয় ।
গত ১৮ জুলাই এক সমাবেশে প্রকাশ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও যুবলীগের বহিস্কৃত নেতা রেজাউল করিম রিপন হাজার হাজার জনতার সামনে সাংবাদিকদের গাছের সাথে বেঁধে পেটানোর হুমকি প্রদান করেন।
তাদের ও-ই নগ্ন হুমকির প্রতিবাদে আজ এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা ও-ই ঘটনায় জড়িতদের ২৪ ঘন্টার মধ্যে ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।এ-সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন,প্রেসক্লাবের আহ্বায়ক এ.বি.এম. জিয়া উদ্দিন বাশার, সপ্তাহিক জায় বানীর সম্পাদক আ.খ.ম রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ও সপ্তাহিক জায় বানীর বার্তা সম্পাদক সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সদস্য মনিরুল ইসলাম মনির, প্রেসক্লাবের সদস্য মর্জিনা মনি(মাই টিভি) ও কামরুল ইসলাম (এশিয়ান টিভি)সহ অন্যান্যরা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক গন উপস্থিত ছিলেন।