ঢাকা, বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি, সকাল ৬:১৯
বাংলা বাংলা English English

আমতলীতে বোমা মেশিন দিয়ে বালু উত্তোলন করে মুজিব বর্ষের ঘরের ভিটি নির্মান, ক্ষতিগ্রস্থরা কৃষকরা


বরগুনা, ০২ আগস্ট , ২০২২ ইং (ডিডিসি) রোজ মঙ্গলবার : বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে অবৈধ ‘বোমা’ (ড্রেজার) মেশিন দিয়ে বালু উত্তোলন করে মুজিব বর্ষের (১৩টি) ঘরের ভিটি ভরাট করা হচ্ছে । একই ভাবে আঠারগাছিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের জালিয়ার গোজা এলাকায় মুজিব বর্ষের (২০টি )ঘরের ভিটি বোমা মেশিন দিয়ে বালু উত্তোলন করে ভরাট করা হয়েছে এতে ঝুঁকির মধ্যে পড়েছে এলাকার ফসলি , জমি, গাছপালা ও স্থাপনা।

কৃষ্ণনগর গ্রামের ক্ষতিগ্রস্থ বাদল হাওলাদার . হাতেম হাওলাদার, মিন্টু হাওলাদার, জসিম হাওলাদার, কবির হাওলাদার . রফিক পাটোয়ারী, রিয়াজ হাওলাদার, নুর আলম হাওলাদার, শিরিন বেগম জানান, আমাদেও কৃষির ম ফসলি জমির মধ্যে দিয়ে বয়ে যাওয়া খালটি থেকে বালু উত্তেÍালন করায় প্রায় ১ কিলোমিটার ফসলী জমি রোপনকৃত ধান সহ ভেঙ্গে পড়েছে আরো জানি কত ক্ষতি হয়।

 

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী সড়ক, কালভার্ট, বিভিন্ন স্থাপনার সর্বনিম্ন এক কিলোমিটারের মধ্যে নদী, খাল ও পুকুর থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা যাবে না। অথচ কুকুয়া আঠারগাছিয়ায় মুজিব বর্ষের ঘর নির্মানের জন্য অবৈধভাবে ‘বোমা’ (ড্রেজার) মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে।

পরিবেশ বিষয়ক আইনি সংস্থা ‘বেলা’সূত্রে জানা যায় , বোমা মেশিন দিয়ে বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। বালু উত্তোলন করতে হলে সরকার ¯^ীকৃত নির্ধারিত বালু মহাল থেকে তা উত্তোলন করতে হয়। পুকুর বা ডোবা থেকে বালু উত্তোলনের সময় সেখানে যে শূন্যস্থান তৈরি হয় তার কারণে আশপাশের ভূমি বা ভূমিতে অবস্থিত রাস্তা-ঘাট, ফসলি জমি, গাছপালা ও বিভিন্ন স্থাপনা মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে।

এ ব্যাপারে আমতলী উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদ বলেন, সরেজমিন তদন্ত করে বিষয়টি দেখা হবে।

 

বরগুনা জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান মুঠোফোনে বলেন, বিষয়টি জেনে তার পর মিডিয়ার কাছে বক্তব্য দেয়া হবে।

 

সব খবর