ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি, রাত ৪:১৪
বাংলা বাংলা English English

গভীর রাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়


জ্বালানি তেলের দাম বাড়ার খবরে গভীর রাতে ঠাকুরগাঁওয়ের ফিলিং স্টেশনগুলোতে উপচে পড়া ভিড় দেখা গেছে।

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে সরকার। শুক্রবার (৫ আগস্ট) রাত ১০টার দিকে তেলের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

রাতে প্রজ্ঞাপন জারির খবরে জেলার প্রতিটি ফিলিং স্টেশনে যানবাহন চালকরা তেল কিনতে ভিড় করছেন।

এ দিকে ফিলিং স্টেশন মালিকরা মোটরসাইকেল চালকদের এক লিটার ও বড় যানবাহন চালকদের দশ লিটারের বেশি তেল দিচ্ছেন।

তবে তেলের দাম বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেন তেল নিতে আসা যানবাহক চালকরা।

জেলা ঠাকুরগাঁও জেলার পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল হক জানান, সবাইকে সন্তুষ্ট রাখতেই অল্প করে তেল দেয়া হচ্ছে।

সব খবর