কুড়িগ্রাম সদর ও এর বিভিন্ন উপজেলায় পেট্রোল পাম্পগুলো রাত বাড়ার সাথে সাথে বন্ধ হয়ে গেছে, দু’চারটা পেট্রোল পাম্প খোলা থাকলেও সেখানে দেখা গেছে শত শত মোটরসাইকেলের ভিড়। চলছে কার আগে কে তেল নিতে পারে তার প্রতিযোগিতা।
জেলার রাজারহাট থেকে আনিসুর রহমান জানান, বিভিন্ন স্থানের তেল না পাওয়ায় ভোগান্তির শিকার হতে হচ্ছে। পেট্রোল পাম্প অনেক দূরে, সাধারণত বিভিন্ন দোকান থেকে লোকজন তেল খরিদ করে কিন্তু সেগুলোতে অনেক ভিড় দেখা গেছে।
উলিপুর থেকে আসা এক বাইকার জানান, সবগুলো পেট্রোল পাম্প বন্ধ দেখেছি, দোকানগুলোতে ১৩৫ টাকা লিটারে পেট্রোল ডিজেল বিক্রি হচ্ছে।
জেলার নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ জুলেখা ফিলিং স্টেশনে তেল পাওয়া যাচ্ছে এমন খবরে আশেপাশের উপজেলা গুলো থেকে মোটরসাইকেলে পেট্রোল নিতে আসা কয়েক ব্যক্তির সাথে কথা বলে জানা গেছে, তারা রাত দশটার খবরে তেলের দাম বৃদ্ধির কথা শুনে মোটরসাইকেলের তেল তুলতে এসেছে। তারা বলেন, এসে যা দেখলাম তাতে তো তেল নিতে পারলাম না, মাঝ থেকে পেট্রোল পাম্পে আসা-যাওয়াতে অহেতুক তেলটাও নষ্ট হল।
তেলের দাম বেড়েছে কিনা এমন প্রশ্নের জবাবে পদ্মা ওয়েল মিল এর সাথে ব্যবসা করা কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার জুলেখা পাম্পের স্বত্বাধিকারী ফারুক হোসেন জানান, আমাদের কাছে যা তেল আছে তারা বারোটা পর্যন্ত দিতে চেষ্টা করেছি। পরের তেল আসলে তখন থেকে নতুন দাম কার্যকর করা হবে। তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে কত এ প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন দাম নির্ধারণ করা হয়েছে পেট্রোল ১৩০ অকটেন ১৩৫ টাকা, ডিজেল ১১৪ টাকা যার পূর্ব মূল্য পেট্রোল ৮৭ টাকা , অকটেন ৯০ টাকা ও ডিজেল ৮১ টাকা।
বিভিন্ন স্থান থেকে তেল নিতে আসা ট্রাক লড়ি ট্রাকটর ও বাইকাররা তেল না পাওয়ায় অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন।