ঢাকা, শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রজব, ১৪৪৬ হিজরি, রাত ৮:২২
বাংলা বাংলা English English

দিঘলিয়া উপজেলার রাধামাধব পুর এলাকার রানী ও রত্নার হিন্দু ধর্ম গ্রহন , স্বামীকে সর্বস্বান্ত করে উধাও


দিঘলিয়া উপজেলার রাধামাধব পুর এর হাফিজ মল্লিক এর কন্যা কোলকাতার বাদল ঘোষ কে বিয়ে করে কয়েক মাসের মধ্যে ডায়মন্ড স্বর্ণ অলংকার সহ প্রায় ৭০ লাখ টাকার মালামাল নিয়ে উধাও ।

দিঘলিয়া উপজেলার রাধামাধব পুর এলাকার বাসিন্দা হাফিজ মল্লিক এর দুই কন্যা রানী ও রত্না , তারা কয়েক বছর আগে ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহন করে ।

রানী খাতুন কোলকাতা মহারাষ্ট্র শহরের এক ধনী পরিবারের বাদল ঘোষ নামে এক যুবক কে হিন্দু ধর্মের নীতি অনুযায়ী বিবাহ করেন এবং ঐ দেশের নিয়ম অনুযায়ী তার নামে নাগরিকত্ব হিসেবে এন আইডি কার্ড ও আদার কার্ড ও হয় ।

রানী খাতুন এর পরিবর্তনে নাম হয় রানি ঘোষ ।

কিন্তু কয়েক মাস রানী ঘোষ বাদল ঘোষের সংসার করে ।

পরে বাংলাদেশী রনি নামে এক যুবকের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে ।

বাদল ঘোষ যাতে ঐ পরকীয়া বুঝতে না পারে সে জন্য প্রায় সময় রানী , বাদল ঘোষ কে খাবার এর সাথে ঘুমের ঔষধ মিশিয়ে দিতো ।

একপর্যায়ে রানী ঘোষ তার নিজের ফায়দা লুটতে বাদল ঘোষ এর বাড়িতে থাকা
ডায়মন্ড স্বর্ণ অলংকার সহ প্রায় ৭০ লাখ টাকার মালামাল নিয়ে উধাও হয় ।

এবিষয়ে বাদল ঘোষ মহারাষ্ট্রের বাতলা থানায় একটি মামলা ও করেন ।

কিন্তু তাতেও কোন লাভ হয়নি একপর্যায়ে বাদল ঘোষ ভার্চুয়ালি প্রতিবেক কে জানান , অনেক খোঁজা খুঁজি করে ও রানী ঘোষ এর সন্ধান পায়নি ।

রানী ঘোষ এর বড় বোন রত্না বর্তমানে ঐ শহরে থেকে বাতলা শহরের পতিতার মুল এজেন্ট হিসেবে নিয়জিত রয়েছে ।

বাদল ঘোষ আরো বলেন তিনি খবর নিয়ে জানতে পারে রানী ঘোষ বাদল ঘোষের বাড়িতে থাকা ডায়মন্ড গোল্ড , বিভিন্ন দামী মালামাল নিয়ে উধাও হয়ে নিজের বাবার বাড়ি বাংলাদেশের খুলনা জেলার দিঘলিয়া উপজেলার রাধামাধব পুর গ্রামে আসে ।

মাত্র কয়েক দিনের মধ্যে আবার রানী ঘোষ মুম্বাইয়ে ফিরে যায় ।

তবে বর্তমানে উক্ত দুই বোন রানী ঘোষ , ও রত্না সনাতন ধর্মালম্বী পরিচয়ে মহারাষ্ট্রের বাতলা শহরে পতিতার মুল এজেন্ট হিসেবে কাজ করছে বলে জানা যায় ।

সব খবর