ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি, রাত ৯:৫২
বাংলা বাংলা English English

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সরকারি এস এম কলেজ যুব
রেড ক্রিসেন্ট ইউনিটের পক্ষ থেকে ব্লাড গ্রুপিং ও রক্ত দান কর্মসুচি অনুষ্ঠিত


“রক্ত দিন, জীবন বাঁচান ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ যুব রেড ক্রিসেন্ট ইউনিটের পক্ষ থেকে বিনামূল্যে স্বেচ্ছায় ব্লাড গ্রুপিং ও রক্ত দান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১০ আগস্ট) সকালে কলেজ হলরুমে ব্লাড গ্রুপিং ও রক্ত দান কর্মসূচির আয়োজন করা হয়।কলেজের সহকারী অধ্যাপক জাকির হোসেন রিয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ এমদাদুল হক, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন হাওলাদার ,জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান শরিফুল ইসলাম জুয়েল।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ছবির আহমেদ আখন্দ, মোঃ জাকির হোসেন, হায়দার আলী, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান এইচ এম শহিদুল আলম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান বখতিয়ার হোসেন, প্রভাষক মোঃ নুরুল আমিন, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের রক্ত সঞ্চালন বিভাগের প্রধান জামিল হাসান শশী , রেড ক্রিসেন্ট সোসাইটির কলেজ ইউনিটের যুব প্রধান খান আব্দুল্লাহ নূর, উপ-প্রধান সাগর তালুকদার রনি।এ সময় সভায় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট যুব ইউনিটের সদস্য তুলি,জান্নাতুন নেছা পপি, ঐন্দ্রিলা আহসান জুই,সাইফুল ইসলাম রাকিব,জুবায়ের জামান রাফি,মোঃ সোহাগ,হাসিবুল ইসলাম সিফাত,মোঃ ফুয়াদ হোসেন,মালা দাস সহ ইউনিটের অন্যান্য সদস্যবৃন্দরা।রক্তের গ্রুপ নির্ণয় করেন ফাতেমা মমতাজ ক্লিনিকের ল্যাব প্রধান মারুফ বিল্লাহ মুন্না ও রহিমা ক্লিনিকের ল্যাব ইন-চার্জ তারিকুল ইসলাম শাওন।

সব খবর