ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি, রাত ৪:১২
বাংলা বাংলা English English

কালো রাত


কবি এস এম মেহেদী হাসান (জীবন)

বাঙালির বুকে দেখি মুজিব এর ছবি।
বাঙালির মনে আছে মুজিব এর নীতি।
মুজিব তোমায় দেখতে পাই বিজয় এর মাসে।

তোমায় দেখতে পাই সবুজ সতেজ বাংলার ঘাসে।
কে কে বলে তুমি গেছ না ফেরার দেশে।
মুজিব তোমায় দেখতে পাই
সোনালী ধানের শিষে।

মুজিব তুমি মিশে আছে সকালে মাঝে।
লোহার বুলেটে প্রান রক্তে গেছে ভেসে।
মুজিব তুমি বেঁচে আছে বাঙালির কাছে।
বিনম্র শ্রদ্ধা জানাই তোমায় ভালোবেসে।
মুজিব তুমি আছে তুমি রবে
সোনার বাংলাদেশে।

কবি পরিচিতি :মেহেদী হাসান জীবন ।২০০২ইং ২৩ ফেব্রুয়ারি বরিশাল জেলার বন্দর থানার :চন্দমোহন গ্রামের মধ্যবিত্ত পরিবারের জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কুদ্দুস হাং,মাতা নাম জোছনা বেগম। কবি যৌথ গ্রন্থ : কবিতার আলো ;শত স্মৃতির কাব্য মালা ; প্রবাসী তোমার অপেক্ষায় প্রেয়সী ফিলিস্তিনের কান্না মোবাইল নাম্বার 01877278675

কবি মেহেদী হাসান এর অনেক লেখা পড়াতে পাবেন ফেসবুক আইডি তে : S M Media Hasan

সব খবর