ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি, বিকাল ৪:১১
বাংলা বাংলা English English

বরিশালে জেলি পুশ করা ১৬০ কেজি চিংড়ি জব্দ


বরিশালে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর রুপাতলী বাস স্ট্যান্ডে অভিযান চালিয়ে যাত্রীবাহী বাস থেকে ১৬০ কেজি জেলি পুশ করা চিংড়ি জব্দ করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কে এম শাফিউল কিঞ্জল। তিনি জানান,(১৫আগস্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিসিজি স্টেশন বরিশাল কর্তৃক দপদপিয়া ব্রীজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় সাতক্ষীরা থেকে আশা কুয়াকাটাগামী একটি যাত্রীবাহি বাস তল্লাশী করে এ চিংড়ি জব্দ করা হয়। যার বাজার মূল্য এক লক্ষ ২০ হাজার টাকা। এসময় বাসে চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়া কাউকে আটক করা সম্ভব হয়নি। বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাস এর উপস্থিতিতে জব্দকৃত জেলি পুশকৃত চিংড়ি মাটিতে পুঁতে বিনষ্ট করেন।

সব খবর