ঢাকা, মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, সকাল ১০:৩৫
বাংলা বাংলা English English

চীনের রাস্তায় জাপানি পোশাক পরে বিপাকে তরুণী (ভিডিও)


জাপানের ঐহিত্যবাহী পোশাক কিমানো পরে চীনের রাস্তায় হাঁটতে বের হয়ে বিপাকে পড়েছেন এক তরুণী। হানফু (চীনের ঐহিত্যবাহী পোশাক) না পরে এই পোশাক পরার কারণে রীতিমতো পুলিশি ঝামেলায় জড়াতে হয়েছে তাকে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পুলিশ ওই তরুণীর বিরুদ্ধে ‘ঝামেলা করার’ অভিযোগ এনেছে বলে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে।

ওই তরুণী মাঙ্গা সিরিজের সামার টাইম রেন্ডারিংয়েরে একটি জনপ্রিয় চরিত্রের অনুকরণে কিমোনো ও পরচুলা পরেছিলেন।

এসব পরে ছবি তোলার সময়ই বাঁধে বিপত্তি। পুলিশ গিয়ে ওই তরুণী ও তার ফটোগ্রাফারকে জেরা করা শুরু করে। সেই সময়ের ভিডিও পরে টুইটারে পোস্ট করা হয়েছে।
ভিডিওতে ওই পুলিশকে জাপানি ভাষায় বলতে শোনা গেছে, আপনি যদি হানফু পরে আসতেন, আমি কিছু বলতাম না। কিন্তু আপনি চীনাদের মতো কিমানো পরেছেন। আপনি কি চীনা?

পুলিশ তাকে এজন্য প্রায় পাঁচ ঘণ্টা ধরে জেরা করেছে এবং বিষয়টি অনলাইনে প্রকাশ না করার জন্য বলেছে ওই তরুণী জানিয়েছেন।

পুশিল এ ব্যাপারে কোনো মন্তব্য না করলেও ভিডিওটি এরই মধ্যে ভাইরাল হয়েছে।

 

সব খবর