ঢাকা, মঙ্গলবার, ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৯শে শাবান, ১৪৪৪ হিজরি, রাত ১২:০৯
বাংলা বাংলা English English
শিরোনাম:
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ দিল্লিতে বাংলাদেশের প্রশংসা করলেন জাপানের প্রধানমন্ত্রী মুশফিক ঝড়ের পর সিলেটে বৃষ্টির হানা উন্নয়নের প্রতিটি খাতে দুর্নীতি প্রতিরোধে দুদককে সোচ্চার হবার নির্দেশনা রাষ্ট্রপতির রাষ্ট্রপতির কাছে আইন কমিশনের বার্ষিক রিপোর্ট পেশ শিশুর শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই : রাষ্ট্রপতি মুশফিকের দ্রুততম সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীকে সক্ষম করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী টেকসই রপ্তানি প্রবৃদ্ধি নিশ্চিত ও নতুন বাজার খোঁজার আহ্বান প্রধানমন্ত্রীর রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পরিস্থিতি এখনও অনুকূল নয় : জাতিসংঘ

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ দিল্লিতে বাংলাদেশের প্রশংসা করলেন জাপানের প্রধানমন্ত্রী মুশফিক ঝড়ের পর সিলেটে বৃষ্টির হানা উন্নয়নের প্রতিটি খাতে দুর্নীতি প্রতিরোধে দুদককে সোচ্চার হবার নির্দেশনা রাষ্ট্রপতির রাষ্ট্রপতির কাছে আইন কমিশনের বার্ষিক রিপোর্ট পেশ শিশুর শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই : রাষ্ট্রপতি মুশফিকের দ্রুততম সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীকে সক্ষম করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী টেকসই রপ্তানি প্রবৃদ্ধি নিশ্চিত ও নতুন বাজার খোঁজার আহ্বান প্রধানমন্ত্রীর রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পরিস্থিতি এখনও অনুকূল নয় : জাতিসংঘ
মঙ্গলবার, ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বোরকা পরে ‘সারপ্রাইজ’ দিতে এসে…


সিলেট নগরীর অভিজাত এলাকা শাহজালাল উপশহরের এক বাসায় বোরকা পরে প্রবেশ করতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন নাছির উদ্দিন নামের এক যুবক।

রোববার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে শাহজালাল উপশহর জে-ব্লক ৪ নম্বর রোডের ১৬ নম্বর বাসায় বোরকা পরে প্রবেশের চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে গণপিটুনি দেয়।

গণপিটুনির শিকার নাছির জকিগঞ্জ উপজেলার ওমরকোল গ্রামের আব্দুল হান্নানের ছেলে। বর্তমানে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানতে চাইলে স্থানীয় কাউন্সিলর সালেহ আহমদ সেলিম বলেন, ‘ডাকাতি বা চুরি করার উদ্দেশ্যে ওই যুবক বোরকা পরে একটি বাসায় ঢোকার চেষ্টা করেন। এ সময় স্থানীয় বাসিন্দারা টের পেয়ে তাকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।’

তবে ওই যুবকের দাবি, ওই ভবনের দ্বিতীয় তলায় যে দরজায় তিনি কলিংবেল বাজিয়েছিলেন সেই ফ্ল্যাটে তার শ্যালিকা আর শালার স্ত্রী থাকেন। তাদের সারপ্রাইজ দিতে তিনি বোরকা পরে এসেছিলেন। কিন্তু তারা ভয় পেয়ে চিৎকার শুরু করলে লোকজন এসে কিছু বুঝে ওঠার আগেই তাকে পিটিয়ে আহত করে।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর বলেন, ‘ওই যুবকের দাবির পরিপ্রেক্ষিতে, ওই বাসার নারীদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করেছি। তারা একেক সময় একেক কথা বলছেন। তারা আত্মীয় বলতে চান না, আবার যুবকের বিরুদ্ধে কোনো অভিযোগও দিতে চাইছেন না। এ জন্য বিষয়টি আসলে ডাকাতি নাকি অন্য কিছু সেটি পরিষ্কার না। এটা বুঝতে সময় লাগবে।’

সব খবর