কুড়িগ্রামের রৌমারীতে গাছের নিচে চাপা পড়ে আব্দুল্লাহ আল নোমান রাব্বি (১৩) নামে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু ঘটেছে।
নিহত আব্দুল্লাহ আল নোমান রাব্বি (১৩) একই ইউনিয়নের মো. শাহ আলমের ছেলে। চর-শৌলমারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল সে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে উপজেলার চর-শৌলমারী ইউনিয়নের পূর্বপাখিউড়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে নোমান তার নানাবাড়ি থেকে স্কুলে যাচ্ছিল। এ সময় পূর্বপাখিউড়া এলাকায় রাস্তার গাছ কাটছিলেন কয়েকজন কাঠুরিয়া। হঠাৎ সেই গাছ নোমানের ওপর পড়লে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা রৌমারী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে রৌমারী থানার অফিসার ইনচার্জ রূপ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের আত্মীয়-স্বজন সকলে এসেছিল, কারো কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে এবং এ বিষয়ে পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় কোন মামলা হয়নি।