ঢাকা, মঙ্গলবার, ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৯শে শাবান, ১৪৪৪ হিজরি, রাত ১:৩৮
বাংলা বাংলা English English
শিরোনাম:
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ দিল্লিতে বাংলাদেশের প্রশংসা করলেন জাপানের প্রধানমন্ত্রী মুশফিক ঝড়ের পর সিলেটে বৃষ্টির হানা উন্নয়নের প্রতিটি খাতে দুর্নীতি প্রতিরোধে দুদককে সোচ্চার হবার নির্দেশনা রাষ্ট্রপতির রাষ্ট্রপতির কাছে আইন কমিশনের বার্ষিক রিপোর্ট পেশ শিশুর শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই : রাষ্ট্রপতি মুশফিকের দ্রুততম সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীকে সক্ষম করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী টেকসই রপ্তানি প্রবৃদ্ধি নিশ্চিত ও নতুন বাজার খোঁজার আহ্বান প্রধানমন্ত্রীর রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পরিস্থিতি এখনও অনুকূল নয় : জাতিসংঘ

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ দিল্লিতে বাংলাদেশের প্রশংসা করলেন জাপানের প্রধানমন্ত্রী মুশফিক ঝড়ের পর সিলেটে বৃষ্টির হানা উন্নয়নের প্রতিটি খাতে দুর্নীতি প্রতিরোধে দুদককে সোচ্চার হবার নির্দেশনা রাষ্ট্রপতির রাষ্ট্রপতির কাছে আইন কমিশনের বার্ষিক রিপোর্ট পেশ শিশুর শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই : রাষ্ট্রপতি মুশফিকের দ্রুততম সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীকে সক্ষম করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী টেকসই রপ্তানি প্রবৃদ্ধি নিশ্চিত ও নতুন বাজার খোঁজার আহ্বান প্রধানমন্ত্রীর রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পরিস্থিতি এখনও অনুকূল নয় : জাতিসংঘ
মঙ্গলবার, ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়ন নিশ্চিত করেছেন : পলক


নাটোর, ২৫ আগস্ট, ২০২২ : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্যকর সকল পদক্ষেপ গ্রহনের মধ্য দিয়ে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করেছেন।
আজ প্রতিমন্ত্রী সিংড়া উপজেলা মিলনায়তনে উপজেলা পরিষদের অর্থায়নে ৯১ নারী উদ্যোক্তার মাঝে সেলাই মেশিন বিতরণকালে এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নারীদের ক্ষমতায়নের জন্য তাদের অর্থনৈতিক স্বাবলম্বীতার নির্দেশনা দিয়েছিলেন। বঙ্গবন্ধুর নির্দেশনা বাস্তবায়নে পদক্ষেপ গ্রহন করেন শেখ হাসিনা। ১৯৯৬ সালে সরকারের দায়িত্ব গ্রহন করে তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চাকুরীর নিয়োগে নারীদের ৬০ শতাংশ কোটা বরাদ্দ দেন।
যুগান্তকারী এই আইনের ফলে পাল্টে গেছে নারীদের সামাজিক অবস্থান এ কথা উল্লেখ তিনি বলেন, ফলে নারীর অর্থনৈতিক ও সামাজিক অবস্থান সুসংহত হয়েছে এবং মর্যাদা বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী মাতৃত্বকালীন ভাতারও প্রবর্তন করেছেন।
পলক বলেন, ডিজিটাল আর্কিটেক সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে সারাদেশে সাড়ে ছয় লাখ ফ্রিল্যান্সার তৈরী করা হয়েছে-যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক তরুণী রয়েছেন। তারা বাড়িতে বসে অনলাইন মার্কেট প্লেসে কাজ করে বৈদেশিক মুদ্রা উপার্জন করছেন।
পলক আরো বলেন, নারীর শক্তিকে পরিপূর্ণভাবে ব্যবহার করার জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘আমরা নারী, আমরাই পারি’-এই শ্লোগানে ‘হার পাওয়ার’ প্রকল্প কার্যক্রম চালু করেছেন।
এই প্রকল্পের মাধ্যমে সম্ভাবনাময় নারী উদ্যোক্তাদের ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হচ্ছে। নারীদের কর্মক্ষেত্রের বিস্তৃতি ঘটাতে কাজ করছে জয়িতা ফাউন্ডেশন, কাজ করছে অনলাইন মার্কেটপ্লেস ‘উইমেন এন্ড ই-কমার্স’। নারী শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইউকিউবেশন সেন্টার আর হাইটেক পার্কেও তাদের স্বাধীন কর্মক্ষেত্র রয়েছে। নারীদের কর্মক্ষেত্রের বিস্তৃতি ঘটাতে স্টার্টআপ কোম্পানি লিমিটেড স্বল্প সুদে নারী উদ্যোক্তাদের পাশে দাঁড়াচ্ছে। জেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সব খবর