১৫ই আগষ্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব সহ সকল শাহাদাৎ বরণকারীদের স্মরণে বগুড়ার নন্দীগ্রামে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮শে আগষ্ট) বিকাল ৩টায় এক শোকর্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে বাসস্ট্যান্ড বঙ্গবন্ধু চত্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নন্দীগ্রাম উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন আহমেদ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শুভ আহমেদ এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আনিছুর রহমান। আরো বক্তব্য রাখেন, আ’লীগ নেতা রফিকুল ইসলাম রফিক, শফি উদ্দিন শফি মাস্টার, সরফুল হক, স্বপন চন্দ্র, মহসিন আলী, মুকুল হোসেন, শেখ শামীম, বকুল হোসেন, শাহিরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, মোখলেছুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, শ্রমিকলীগের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আরাফাত হোসেন, ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পাদক রিফাত আল রাব্বি, আবু তৌহিদ রাজিব, পৌর ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম দুলাল, সাধারন সম্পাদক আল জাহিদ প্রমূখ।