ঢাকা, মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, সকাল ১১:০৮
বাংলা বাংলা English English

হত্যাসহ ১১ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার


ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০২২ : ময়মনসিংহের গৌরীপুরে হত্যাসহ ১১ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামীকে উত্তরা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
গ্রেফতারকৃতের নাম মো. লিটন মিয়া (৩১)। সে ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার বালুচড়া গ্রামের মৃত ইন্তাজ আলীর পুত্র।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে লিটনকে আটক করে র‌্যাব-৩ এর সদস্যরা।
আজ শুক্রবার সকালে র‌্যাব-৩ এর সহকারি পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) ফারজানা হক বাসস’কে এসব তথ্য জানান।
এএসপি ফারজানা হক জানান, সুনির্দিষ্ট তথ্য প্রযুক্তির ভিত্তিতে র‌্যাব-৩ জানতে পারে, ময়মনসিংহ জেলার গৌরীপুর এলাকায় চাঞ্চল্যকর হত্যা মামলাসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে উত্তরা পূর্ব থানা এলাকায় র‌্যাব অভিযান চালিয়ে তাকে আটক করে।

সব খবর