ঢাকা, সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, রাত ৩:২৪
বাংলা বাংলা English English

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু


নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় নতুন ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

তার নাম মো.গোলাম কিবরিয়া (৩০)। সে উপজেলার ১নং চরজুবলি ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মধ্য ব্যাগ্যা গ্রামের মোজাহেরের বাড়ির মো.মোজাহের আহমদের ছেলে এবং স্থানীয় সমিতি বাজার মাদরাসার সহকারি শিক্ষক ছিলেন।

শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ১নং চরজব্বর ইউনিয়নের সমিতি বাজার মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাস এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শুক্রবার দুপুর ২টার দিকে শিক্ষক কগোলাম কিবরিয়া নতুন একটি ঘরে বিদ্যুতের লাইন সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। খোঁজ নিয়ে জানা যায়, তিনি যখন ঘরে বিদ্যুতের লাইন সংযোগ দিচ্ছেন তখন বিদ্যুৎ ছিলনা। তিনি হাত দিয়ে ধরে তড়িঘড়ি করে বিদ্যুতের লাইন সংযোগ দেওয়ার চেষ্টা করে ছিলেন। এমন সময় হঠাৎ করে বিদ্যুৎ চলে এলে তিনি ওই বিদ্যুতের লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে এশার নামাজের পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সব খবর